শ্রীপুরে ব্যবসায়ীর টাকা নিয়ে উধাও কর্মচারী

গাজীপুর প্রতিনিধি  নভেম্বর ৩০, ২০২১, ০৮:২২ পিএম
অভিযুক্ত মামুন

গাজীপুরঃ জেলার শ্রীপুরে এক ব্যবসায়ীর টাকা নিয়ে উধাও এক কর্মচারী। অভিযুক্ত ওই কর্মচারী গা ঢাকা দিয়েছে‌, তাকে পুলিশ খুঁজছে।  উপজেলার মুলাইদ এলাকার এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আয়েশা নির্মাণ ট্রের্ডাসের দোকান মালিক আব্দুল রাজ্জাক বাদী হয়ে অভিযুক্ত কর্মচারী ময়মনসিংহের গৌরীপুরের শরিষাহাটি গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো.মামুন (২৮) এর বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তা শাখার ইসলামী ব্যাংকে গত ২৮ নভেম্বর বেলা এগারোটার দিকে এক লাখ ৪২হাজার টাকা দিয়ে অভিযুক্ত মামুনকে ব্যাংকে জমা দিতে পাঠানো হয়। পরে উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে চলে উধাও হয়ে গেছে ওই কর্মচারী। তার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে (০১৩০৮-৫৯৪০৩৩) নাম্বার থেকে মেসেজ দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেছে আর ফিরে আসবে না বলে জানান।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামীনিউজ/এসআই