লক্ষ্মীপুরে জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২১, ০৮:০১ পিএম
ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি। 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ২৪ নভেম্বর (বুধবার) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্বারকলিপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ন আহবায়ক এ্যাড. হাছিবুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

পরে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে সংক্ষিপ্ত  সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা পেতে বিদেশে পাঠানোর দাবী করে বলেন সরকারী অন্যায় ভাবে খালেদা জিয়াকে মামলা দিয়ে হয়রানি করছে। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দিয়ে বিদেশে প্রেরণ করতে হবে। 

আগামীনিউজ/ হাসান