শার্শায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২১, ১০:৫৫ পিএম
ছবি: আগামী নিউজ

যশোর: ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসসেবা আর সম্প্রতি’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা থানা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) শার্শা থানার উদ্যোগে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠিত সভায় অহিদুজ্জামান পুটুর সঞ্চালনায় ও  শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ফোরাম উপলক্ষে শার্শা থানা থেকে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি র‌্যালি বের হয়ে শার্শা বাজার প্রদক্ষিন শেষে থানা চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন, শার্শা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, উলাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। 

প্রধান অতিথি সিরাজুল হক মঞ্জু বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগনের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশিং দর্শন। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও পুলিশি কর্মকান্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে। পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ এবং পুলিশের মধ্যে একটি সুসম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরী করে দিয়েছেন, যা থেকে আমরা সমাজে সকলেই নিরাপদে বসবাস করতে পারি।

আগামীনিউজ/ হাসান