বেনাপোলে পূজামন্ডপ পরিদর্শনে এসপি প্রলয় কুমার জোয়ারদার

বেনাপোল (যশোর) প্রতিনিধি অক্টোবর ১১, ২০২১, ০৯:৩৫ পিএম
ছবি: আগামী নিউজ

যশোর: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বেনাপোল পাটবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঐতিহ্যবাহী পাটবাড়ী আশ্রম পরিদর্শনে এসে শার্শা উপজেলা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।

পূজা মন্ডপ পরিদর্শনে এসে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার। দুর্গোৎসবে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে সরকার।

তিনি আরও বলেন, যশোর জেলায় নিরাপত্তার কোন ঘাটতি নেই। কোন অপশক্তি পূজা পরিবেশ নষ্ট করার কোন সুযোগ পাবে না। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যশোর জেলা পুলিশ সদা প্রস্তুুত। আমি ব্যক্তিগত ভাবে কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছি না।

আগামীনিউজ/ হাসান