পায়ে হেঁটে হজ করা সেই ১১৫ বছরের মহিউদ্দীন আর নেই

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২১, ১২:৫১ পিএম
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরঃ পায়ে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের সেই ১১৫ বছরের হাজি মো. মহিউদ্দীন মারা গেছেন।

রোববার রাত সাড়ে ১২টার দিকে রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আশস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১২টার বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যান বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার জানাজা হবে।

জানাজা শেষে রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

১৯৬৮ সালে হজ করার উদ্দেশে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন মো. মহিউদ্দীন। কখনও হেঁটে, কখনও জাহাজে, আবার কখনও স্থানীয় যানবাহনে চড়ে ৩০ দেশ ঘুরে তিনি পৌঁছান পবিত্র ভূমি মক্কা-মদিনায়।

জানা যায়, দীর্ঘ পথে তার যাওয়া ও আসায় সময় লাগে ১৮ মাস। পবিত্র হজব্রত পালন করে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেশে ফেরেন।

আগামীনিউজ/শরিফ