ঠাকুরগাঁও: ঢাকা ফেরত কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে পূর্ব বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা সঞ্জিত রায় (৩১) ও শাহাদাৎ হোসেন (৩২)। তাঁরা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর নতুন হাটে অবস্থিত ‘পল্লী সেবা কৃষি সমবায় সমিতি’র কর্মী বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানান, ঢাকা থেকে ফিরে আসা দুইটি দ্রুতগামী কোচ শ্যামলী এন্টারপ্রাইজ ও রোমার এক্সপ্রেস একটি আরেকটিকে ওভারটেক করতে গেলে একই দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলের ২ আরোহী ছিটকে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক গাড়িগুলোকে চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।