বরগুনাঃ বরগুনার পৌর কাঁচাবাজারে সহ পাশাপাশি ছোট বাজার গুলোতেও তরিতরকারি সবজির সংকট দেখা দিয়েছে। সামান্য সবজি বাজারে আমদানি হলোও বিক্রি হচ্ছে বেশি দামে।
এ কারণে বাজারে এসে সবজি কিনতে না পেরে অনেক ক্রেতাদের খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।
সোমবার(৪অক্টোবর) থেকেই দেখা যাচ্ছে সবজি সংকটের সমস্যা। সোমবার থেকেই বরগুনা সদর কাঁচা বাজার সহ পার্শ্ববর্তী ছোট বাজারেও দেখা যাচ্ছে তরকারি সংকট।
এ বিষয়ে তরকারি বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, মাছের অবরোধ চলাকালীন সময় মাছের সাথে সাথে সবজির চাহিদা অনুযায়ী আমদানি কম থাকার কারণে সবজি বাজারে সবজির সংকট দেখা দিয়েছে।
ক্রেতারা জানান,বাজারে পর্যাপ্ত সবজি না থাকার কারনে পাওয়া যাচ্ছে না চাহিদা মাফিক সবজি। সবজির দাম দ্বিগুন থাকার কারনে বিপর্যয় হয়ে পরেছে সবজি ক্রেতারা। এতে বেশি সমস্যায় পড়েছে নিম্নআয়ের ক্রেতারা।
আগামীনিউজ/শরিফ