চুনারুঘাটে হৃদয়ের ভালবাসা দিয়ে চলছে প্রতিমা তৈরীর কাজ 

শংকর শীল,চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:৫৭ পিএম
ছবি : আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে হৃদয়ের ভালবাসা দিয়ে চলছে প্রতিমা তৈরীর কাজ। দিনরাত মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগামী ১১ অক্টোবর (সোমবার) শুরু হবে। ১৫ অক্টোবর (শুক্রবার)  প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গাপূজা।

উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পাওয়া, কোথাও খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ। আবার কোথাও শিল্পীর হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছেন মা দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিব ঠাকুর। কোনো কোনো মূর্তিতে পরানো হয়েছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গয়না। দেবী দূর্গা আগমন হবে ঘোড়াই আর প্রস্থান হবে দোলায় চড়ে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন, এ উপজেলায় সর্বমোট পূজা মণ্ডপ ৮২টি। এর মাঝে ব্যক্তিগত ১১টি ও সার্বজনীন ৭১টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে।