বহিষ্কৃত নেতা থেকে প্রথম পৌরপিতা

মশিউর রহমান শাওন সেপ্টেম্বর ২১, ২০২১, ০২:৫৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

পঞ্চগড়ঃ জেলার দেবীগঞ্জ পৌরসভা ২০১৪ সালে গঠিত হলেও সীমানা জটিলতার কারনে দীর্ঘ এই সময়ে অনুষ্ঠিত হয়নি পৌরসভা নির্বাচন ৷

২০২১ সালের শুরুতে সকল জল্পনা কল্পনা শেষে ১১ এপ্রিল প্রথম বারের মত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারনে তা স্থগিত হয়ে যায়। কোভিড সংকটকালে দু'দফা বন্ধের পর তৃতীয় দফায় আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে পৌরসভা নির্বাচন ৷ 

নির্বাচনের দৌড়ে সকলকে পেছনে ফেলে বিজয়ের স্বাদ গ্রহন করেছে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক আবু ৷ নির্বাচনের শুরুতে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দেবীগঞ্জের প্রথম এই পৌরপিতা সহ আরও বেশ কয়েকজন দল থেকে বহিষ্কৃত হয় ৷ দলীয় প্রতীক না পাওয়ায় নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই সাধারন মানুষের ভালোবাসার চাপে একপ্রকার নির্বাচনে অংশগ্রহন করতে বাধ্য হয় এই সমাজসেবক ৷ 

করোনাকালীন সময়ে এই রাজনীতিবিদ এর কাজ ছিল চোখে পরার মত ৷ শহর থেকে গ্রাম অবিরাম ছুটে চলেছে অসহায় দুস্থদের সাহায্য করতে ৷ রাত কিংবা দিন মানুষের বিপদে সর্বদা পাশে থাকায় ভোটার থেকে সাধারন ব্যক্তি সকলের মনে জায়গা করে নিয়েছে দারুন ভাবে ৷ রাজনীতি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন সর্বত্র প্রাধান্য দিয়েছে সততাকে, প্রাধান্য দিয়েছে মানুষের দুঃখ কষ্টকে ৷ 

ক্রিড়া প্রেমী এই মানুষের সফলতায় দেবীগঞ্জের ক্রিড়াঙ্গনে যুক্ত থাকা মানুষগুলো যেমন করে হেসেছে বিজয়ের উল্লাসে ৷ তেমনি খেটে খাওয়া মানুষগুলোর চোখে মুখে ছিল বিজয়ের হাসি ৷