ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জুলাই ২২, ২০২১, ০৮:১৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার আইসোলেশন সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে।

রেজিয়া আক্তার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ফজলু মিয়ার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটে ভর্তি হন। ওই সময় থেকে তার শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনা অনেক কম ছিল। আজকে বিকেল ৫টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া আক্তারের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. মোহাম্মদ এনামুল হাসান জানান, রেজিয়া আক্তার করোনায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন। ভর্তির সময় থেকেই তাঁর অবস্থা খুব খারাপ ছিল। আইসোলেশন সেন্টারে চিকিৎসা নেওয়ার পর ওই মহিলার অক্সিজেন সেচুরেশন ভালই ছিল। সেচুরেশন প্রায় ৪০% ছিল। আজকে হঠাৎ রেজিয়া আক্তারের সেচুরেশন ৩০% নিচে নেমে আসে। পরবর্তীতে তার মৃত্যু হয়।