তালোড়া ইউপি নির্বাচনে যে কেন্দ্রগুলোতে  ভোটগ্রহন অনুষ্ঠিত হবে

দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জুন ২০, ২০২১, ১০:১৪ এএম
ফাইল ছবি

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন ১০ হাজার ৯ শত ৬০ জন ভোটার । নির্বাচন দৌড়ে অংশগ্রহন করছেন  মোট ৪২ জন প্রার্থী। এরমধ্য চেয়ারম্যান প্রার্থী ৬ জন, মেম্বার প্রার্থী ২৭ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হিসাবে রয়েছেন ৯ জন প্রার্থী। ইতোমধ্য অবাধ ও সুষ্ঠভাবে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট ৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রগুলি হলো কেন্দ্র নং ০১-খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় তিনতলা বিশিষ্ট নতুন ভবন, কেন্দ্র নং ০২-খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং ০৩-নওদাপাড়া দাখিল মাদ্রাসা, কেন্দ্র নং ০৪-দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং ০৫- ইয়ং স্টার ক্লাব টিনসেড ( একতলা ভবন), কেন্দ্র নং ০৬-গাড়ী বেলঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং০৭- কইল হাট জামে মসজিদ সংলগ্ন হাটখোলায় দোচালা দুটি টিনসেড, কেন্দ্র নং ০৮-আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং ০৯- পরাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।