মহেশপুর সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে আটক ৬

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি জুন ১০, ২০২১, ০৫:২৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৬ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার মহেশপুর উপজেলা সীমান্তের জুলুলী ও বৃত্তিপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার সোহেল রানা, ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের আলামিন, স্ত্রী রোখসানা বেগম ও মেয়ে হাবিবা খাতুন, সিরাজগঞ্জের দারিয়াপুর গ্রামের যতিন মদক, স্ত্রী কামনা মদক ও ছেলে লিখন মদক।
 
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আগামী নিউজকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এদিকে সীমান্তের গ্রামবাসির অভিযোগ, কোন ভাবেই এই জনশ্রোত থামানো যাচ্ছে না। সন্ধ্যার পর ইছামতি নদী ও কাটাতার বিহীন সাড়ে ১০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মানুষ পারাপার করা হচ্ছে।