অসাধু কাঠ ব্যবসায়ী চক্রটি ধরাছোয়ার বাহিরে

বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি মে ৭, ২০২১, ০৭:১৮ পিএম
ছবি সংগৃহীত

রাঙ্গামাটিঃ পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা সদরে ষ্টেডিয়াম সংলগ্নে বিলাইছড়ি সেনা জোন গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ৩৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে আলিখিয়াং রেঞ্জের বন বিভাগের নিকট হস্তান্তর করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। অভিযান পরিচালনা করেন বিলাইছড়ি সেনা জোন জোনাল ষ্টাফ অফিসার মেজর রাজু আহমেদসহ সেনা সদস্যরা।

সুত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে বিলাইছড়ি উপজেলার পার্শ্ববর্তী ও সীমান্ত এলাকায় সন্ধ্যা বা রাতের আঁধারে এক শ্রেণীর অসাধু কাঠ ব্যবসায়ীর চক্রটি স্থানীয়দের সহযোগিতায় নৌকা বা টেম্পু বোট দিয়ে লক্ষাধিক টাকার পার্বত্য জেলা হতে সেগুন, গামারী, কড়ইসহ বিভিন্ন প্রজাতির কাঠ পাচার করছেন। একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের বন সম্পদ উজার ও বিলীন হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে।

এদিকে সেনা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮শে এপ্রিল গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে ধুপশীল আর্মি ক্যাম্প লেঃ মেহেদী হাসান আকাশ নেতৃত্বে ২/৩টি জায়গায় অভিযান চালিয়ে কমপক্ষে ৩২০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে। যার আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মূল্য ধরা হয়েছে। উদ্ধারকৃত কাঠের মধ্যে ২৬৪ ঘনফুট সেগুন, ৩২ ঘনফুট গামারী ও ২২ ঘনফুট কড়ই কাঠ উদ্ধার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে অবৈধভাবে পাচারকারী কাঠ ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীদের উপর নজরদারীর রাখা হবে বলে জানিয়েছেন।

আগামীনিউজ/এএস