দুপচাঁচিয়ার সড়কে চলছে বাস:যাত্রীদের পছন্দ ক্ষুদ্র পরিবহন

মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি মে ৬, ২০২১, ০৭:২০ পিএম
ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ সরকারের গণপরিবহন চালুর ঘোষণার তারিখ অনুযায়ী ৬ মে ( বৃহস্পতিবার) সকাল থেকেই দুপচাঁচিয়া সদরের মূল সড়ক বগুড়া-নওগাঁ রোডে চলছে বাস।

দীর্ঘ ২১ দিন পর বাস চললেও বর্ধিত ভাড়ার কারনে বাসযাত্রায় তেমন আগ্রহী নয় যাত্রীরা। যাত্রীরা সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইক, অটোভ্যান, ভ্যানসহ বিভিন্ন ক্ষুদ্র পরিবহনে চেপে বিভিন্নস্থানে যেতে সাচ্ছন্দ বোধ করছেন। তাছাড়া ঈদের কেনাকাটা করার জন্য  মার্কেটে আসতে ও ফিরে যেতে ওইসব ক্ষুদ্র পরিবহনকেই  পছন্দ করছেন মার্কেটগামীরা।

একজন ক্ষুদ্র পরিবহনের যাত্রী জানান, বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়ার কারন জানতে চাইলে তারা ( বাসের সুপারভাইজার)  দীর্ঘদিন বাস বন্ধ থাকা ও সামনে ঈদের দোহাই দিচ্ছে।

উল্লেখ্য, রোববার (২ মে) আন্তঃমন্ত্রনালয়ের বৈঠকে জেলার ভিতরে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সুপারিশ করা হয়।

আগামীনিউজ/এএস