নোয়াখালীতে চিকিৎসা সহায়তায় ১৪লক্ষ টাকার চেক হস্তান্তর

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি মে ৬, ২০২১, ০৬:২৪ পিএম
ছবিঃ আগামী নিউজ
নোয়াখালীঃ জেলার সেনবাগে ৬টি দুরারোগ্য ব্যাধি ক্যান্সার,  কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যালালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৮জন রোগীকে চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
 
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ( ৬মে) আনুষ্ঠানিক ভাবে ওই চেক বিতরণ করা হয়।এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোস্তাফা মোস্তাকুর রহিম পলাশ। বিশেষ অতিথি নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও ফেনীর সহকারী পরিচালক রুহুল আমিন বাশারী। 
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকতা মোঃ নাসরুল্লাহ আল মাহমুদ।
 
আগামীনিউজ/এএস