সিরাজগঞ্জ: করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ২য় বারের মতো নওগাঁয় আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) আধ্যাত্মিক গুরু হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে বার্ষিক ৩দিন ব্যাপী ওরস শরীফ স্থাগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে মাজার কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম স্থানীয় জানান, নওগাঁ ওরশ শরীফে লাখ লাখ লোক সমবেত হয়ে থাকেন। এ বছর করোনোভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে ৩দিন ব্যাপী ওরশ শরীফ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরের চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার তাড়াশের নওগাঁয় আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) আধ্যাত্বিক গুরু হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে বার্ষিক ৩ দিন ব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছরের মত এবারো ওরশ শরীফ স্থগিত করা হয়েছে।
আগামীনিউজ/মালেক