রাজীবপুরে আগুনে দগ্ধ পরিবারের মাঝে সহায়তা প্রদান

রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি মার্চ ৮, ২০২১, ০৭:২২ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম:  জেলার রাজীবপুর উপজেলার করাতি পাড়া গ্রামে আগুনে পুড়ে দগ্ধ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তায় জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে। 

সোমবার (৮ মার্চ) দুপুরে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নবীরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আগুনে দগ্ধ একই পরিবারের জাবেদা খাতুন(৭০), আছমা খাতুন(৩৫), আরিফ হোসেন(৪) কে উন্নত চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা এবং বাড়ি নির্মাণ করার জন্য দুই বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা সহায়তা করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাস। পরে পরিবারটিকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকার পাঠানো হয়।      

এছাড়া কয়েকদিন পুর্বে উপজেলার কালাপানি আশ্রয় প্রকল্পের বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হাসিনুর রহমান (১৮) এর পরিবারটির হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

আগামীনিউজ/মালেক