চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৩:১২ পিএম
আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ৯ বীর, বগুড়া সেনানিবাসের তত্ত্বাবধানে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ম্যরাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় মেসবাহুল হক বাচ্চু ডাক্তার ষ্টেডিয়ামে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল এস এম শামীমুুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, মহিলা এমপি ফেরদৌসি ইসলাম জেসী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার আবদুর রকিব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় ম্যারথান দৌড় প্রতিযৌগিতা। ৫ কিলোমিটার দূরত্বের এই ম্যরাথনে ১৬ বছরের উর্ধ্বে বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ হাজার মানুষ অংশগ্রহন করে। ম্যারাথন শেষে জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে ৬০ জন প্রতিযোগীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। ম্যারাথনে প্রথম হন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য সেতাউর রহমান।

আগামীনিউজ/এএস