ধুনটে জলমহাল ইজারার আবেদনপত্র ছিনতাই

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৮:৫১ পিএম
আগামী নিউজ

বগুড়াঃ জেলার ধুনট উপজেলা পরিষদ চত্বর থেকে জলমহাল ইজারার আবেদনপত্র ও ব্যাংক ড্রাফট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে এ বিষয়ে ধুনট উপজেলার মথুরাপুর  অলোয়া পীরহাটি মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, মুথরাপুর ইউনিয়নের অলোয়া মৌজার ১৪৩৯ নং দাগের ৫.৯৫ একর জলাশয় তিন বছরের জন্য ইজারা দিয়ে আসছে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি। ইজারার আবেদন জমা দেয়ার শেষ সময় ছিলো বৃহস্পতিবার দুপুর ২টা। এই সময়ের কিছু আগে উপজেলা পরিষদ চত্বরে আবেদনপত্র ও ব্যাংক ড্রাফট জমা দিতে তা আনোয়ার হোসেনের নিকট থেকে ছিনিয়ে নেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার লোকজন।

ওই মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আগামী নিউজকে জানান, আমার হাত থেকে আবেদনপত্র ও ব্যাংক ড্রাফট ছিনিয়ে নেয়ায় আবেদন জমা দিতে পারিনি। তাই ইউএনওর নিকট লিখিত অভিযোগ করেছি।

অভিযুক্ত ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম আগামী নিউজকে জানান, আমি সারাদিন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলামের সঙ্গে ছিলাম। তাই এই বিষয়টি আমার জানা নেই।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত জানান, এ ধরনের অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/এএস