বালিয়াকান্দিতে অটোবাইক চুরিকালে ৩ আন্তজেলা চোর আটক

অনিক সিকদার নভেম্বর ১৯, ২০২০, ০৮:২৩ পিএম
সংগৃহীত

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে অটোবাইক চুরিকালে ৩ আন্তজেলা চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গ্রেফতারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘি কমলা গ্রামের মৃত জহর মোল্লার ছেলে মঞ্জু মোল্লা (৪৮), নরসিংদী জেলা সদরের শেখের চর মধ্যে পাড়া এলাকার কফিল উদ্দিন প্রধানের ছেলে রিপন মিয়া (৩৩) ও নরসিংদী জেলা সদরের চিনিশপুর গ্রামের সোবাহান মিয়ার ছেলে আইনুল মিয়া ওরফে শামীম (৩৮)। তবে রিপন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার গভীর রাতে বড়হিজলী গ্রামে অটোবাইক চালক আকমল সরদারের বাড়ীতে একটি অটোবাইকের তালা ভেঙ্গে অটোবাইক চুরি করতে গেলে বাড়ীর লোকজন তালা ভাঙ্গার শব্দ শুনতে পেয়ে মোবাইল ফোনে বাড়ীর আশপাশের লোকজনকে জানালে বাড়ীর চারদিক ঘিরে ফেলে স্থানীয়রা। তখন আন্তজেলা চোরেরা বিষয়টি বুঝতে পেরে পালাতে চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দিয়ে বালিয়াকান্দি থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এঘটনায় অটোবাইক চালক আকমল সরদার বাদী হয়ে আন্তজেলা ৩ চোরকে আসামী করে দস্যুতা আইনে একটি মামলা দায়ের করে।

বৃহস্পতিবার দুপুরে আসামীদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করে।

আগামীনিউজ/এএস