যশোরে ৫৭টি স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটক করা স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য সোয়া ৬ কোটি টাকারও বেশি।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকেশার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে। বানেছা খাতুন ওই গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারী স্বর্ণপাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবেন। এ খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছাকে হাতেনাতে আটক করা হয়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা নারীসহ স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে স্বর্ণপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আগামীনিউজ/এমজামান