মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে সড়কের পাশের ড্রেন থেকে এক ভূমিষ্ঠ না হওয়া শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, মায়ের গর্ভে শিশুটির বয়স আনুমানিক ৭/৮ মাস হয়েছিল।
শনিবার (২০ জুন) দুপুরে দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা শিশুটির লাশ ড্রেনে ফেলে গেছে। এ সম্পর্কে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।
আগামীনিউজ/ডিআর/এমআর