রাতের আধারে দুস্থদের মাঝে 

ঈদ উপহার বিতরণ করলো ফাউন্ডেশন ফর হিউম্যানিটি

বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি মে ২৩, ২০২০, ০৯:৫৭ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে রাতের আধারে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। 

করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা বহরপুর ইউনিয়নে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। 

শনিবার রাতে বাড়িতে বাড়িতে গিয়ে  ৩৫ টি অসহায়, কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সবুজ শেক জানান, করোনা মহামারিতে টিকে থাকার যুদ্ধে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের উপহার প্রদান করলাম। যাতে করে কেউ লজ্জিত না হয় সেইদিক বিবেচনায় রেখে রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে এই ঈদ উপহার বিতরণ করেছি।


প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, কিসমিস ও সাবান।

উল্লেখ্য ২০১৮ সাল থেকে সংগঠনটি রাজবাড়ী, ঢাকা মহানগর, সিলেট  ও বি-বাড়িয়াতে স্বেচ্ছাসেবীর মাধ্যেমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আগামী নিউজ/অনিক