ঝড়ে লণ্ডভণ্ড শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর

টাঙ্গাইল প্রতিনিধি মে ১৮, ২০২০, ১২:১৫ পিএম
ছবি সংগৃহীত

টাঙ্গাইল: জেলার মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের কয়েক গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে বাড়ি-ঘর ও ফসলাদি গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (১৭ মে) রাত ১১টার পর ইউনিয়নের কুড়ালিয়া বাজার, বান্দারভিটা, কেওটাই, বানিয়াবাড়ি এলাকার উপর আঘাত হানে ঝড়। 

ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে এক কিলোমিটারজুড়ে ঝড়টি বয়ে যায়।এতে কুড়ালিয়া বাজারের বেশ কিছু দোকানপাট, কুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়সহ বান্দারভিটা, কেওটাই, বানিয়াবাড়ি গ্রামের বসতভিটা, গাছপালা ও ক্ষেতের পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, তার বিদ্যালয়ের টিনশেড দুইটি শ্রেণি কক্ষ গাছ পড়ে ভেঙে গেছে। এতে চেয়ার টেবিল, বেঞ্চ ভেঙে চুরমার হয়ে গেছে। বিদ্যালয়ের মাঠের পাশের গাছপালা সব উপড়ে পড়েছে। গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আগামীনিউজ/মিজান