প্রকাশ্যে ভোট গ্রহণ,প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২৪, ০১:৩৬ পিএম

রাজবাড়ীঃ প্রকাশ্যে ভোট গ্রহণের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ শেখকে প্রত্যাহার করা হয়েছে।

 

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়ছার খান।

 

তিনি বলেন,রাজবাড়ী-২(পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের কালুখালী উপজেলার হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ শেখ।

 

তার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসে ওই ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটগ্রহণ চলছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাই। যে কারণে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সহকারী প্রিজাইডিং অফিসার সুশান্ত কুমার রায়কে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।এখন ওই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। 

 

মিঠুন গোস্বামী/এমআইসি