বেরোবিতে অসহায়দের মাঝে সনাতন বিদ্যার্থী সংসদের উপহার বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৪:১৩ পিএম

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অস্বচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহেন্দ্র নাথের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রামপ্রসাদ বর্মন, সহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র, উপ-পুলিশ পরিদর্শক স্বপন রায়, বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার, রংপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি প্রহ্লাদ রায় প্রমূখ।

বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের এই ক্ষুদ্র আয়োজন। অসহায় মানুষের পাশে থেকে সকলের মুখে হাসি ফুটানোর জন্য আমরা কাজ করছি। আমরা সবাই সুন্দর ভাবে শারদীয় উৎসব পালন করব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

এসময় পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবিতে নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করেন তারা।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি ধনেশ চন্দ্র, দীপক চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু তালুকদার প্রমুখ।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে কাজ করছে বেরোবির সনাতন বিদ্যার্থী সংসদ।

শিহাব মন্ডল/এমএম