নোবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীর অপ্রীতিকর ঘটনায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্বেগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি জুন ৪, ২০২২, ০৮:১৩ এএম

নোয়াখালীঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষক আল আমিন শিকদারের সাথে একই বিভাগের কর্মচারীর অসৌজন্যমূলক আচরণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদ। শুক্রবার এক বিবৃতিতে
অপ্রীতিকর ঘটনায় জটিলতা নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষকের সাথে অনভিপ্রেত ঘটনা শিক্ষক সমাজের অংশীজন হিসেবে আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। তদুপুরি এ বিষয়টিকে কেন্দ্র করে অভিযুক্ত কর্মচারীর বিচার দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করার ঘটনায় উক্ত বিভাগের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে।

এতে আরো বলা হয়, "উদ্ভুত পরিস্থিতিতে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ উদ্বিগ্ন। ব্যক্তিগত দর্শন, বিশ্বাস, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষকের সম্মান ও মর্যাদার প্রশ্নে স্বাধীনতা শিক্ষক পরিষদ সর্বদাই আপোষহীন। শিক্ষার সুন্দর পরিবেশ রক্ষার্থে ছাত্র- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকা আবশ্যক। এমতাবস্থায় প্রিয় প্রতিষ্ঠানে সৃষ্ট জটিলতা নিরসনে সার্বিক পরিস্থিতি বিবেচনাপূর্বক দ্রুততম সময়ে বিষয়টির সুন্দর সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ মে নোবিপ্রবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ( এমআইএস) বিভাগের  একজন কর্মচারীর বিরুদ্ধে একই বিভাগের শিক্ষক আল আমিন শিকদার এর সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠে। এতে অভিযুক্ত কর্মচারীর বিচারের দাবীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের শিক্ষার্থীরা।

এস আহমেদ ফাহিম/এমবুইউ