Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বকাপে ৬ ভেন্যুতে ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ১০:১৯ পিএম
বিশ্বকাপে ৬ ভেন্যুতে ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকাঃ আগেই থেকেই নির্ধারিত ছিল, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। আগামীকাল মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে ঘোষিত হবে এই মেগা আসরের চূড়ান্ত সূচি। আর এদিনই শুরু হবে বিশ্বকাপ শুরু হওয়ার ১০০ দিনের কাউন্টডাউন। 

জানা গেছে, বাংলাদেশ দল বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো। ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এছাড়া একটি করে ম্যাচ খেলবে ব্যাঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে। প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। 


এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আইসিসির পাঠানো খসড়া সূচিতে অনুমোদন দেয়নি। নিজেদের পছন্দের মাঠে খেলার জন্য আইসিসিকে বড় তালিকা ধরিয়ে দিয়েছে পিসিবি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু চাওয়া মেনে নিয়েছে আইসিসি। ফলে সব ঠিক থাকলে আগামীকাল বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে।

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে