Dr. Neem on Daraz
Victory Day

ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ১০:৩৩ এএম
ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন

ঢাকাঃ উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল মানেই যেন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। গতকাল নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে স্পেন। 

নেশন্স লিগের তৃতীয় আসর এটি। চার দলের এবারের ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে নেদারল্যান্ডসে। ম্যাচের তৃতীয় মিনিটেই ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। 

প্রথমার্ধের ১১তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইতালি। পেনাল্টি থেকে চিরো ইম্মোবিলের গোলে স্কোরলাইন ১-১ দাঁড়ায়। দুই দলই তারপর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। 

কিন্তু প্রথমার্ধে কেউই আর গোলের দেখা পায়নি। ড্র নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে ম্যাচের শুরুতেই একাধিক সুযোগ পায় উভয় দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা, অবশেষে ম্যাচের ভাগ্য বদলে যায় ৮৮ মিনিটে।

অতিরিক্ত সময়ের দিকে গড়ানো ম্যাচে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন হোসেলু। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। গত আসরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল স্প্যানিশদের। এবার টানা দ্বিতীয়বারের মতো উঠল উনাই সিমোনরা। 

যেখানে প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। আগামী রোববার ১৮ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে