Dr. Neem on Daraz
Victory Day

আইপিএল শুরু আজ থেকে


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ১১:৪৭ এএম
আইপিএল শুরু আজ থেকে

আইপিএল শুরুর আগের দিন আহমেদাবাদে আনুষ্ঠানিক ফটোসেশনে ৯ দলের প্রতিনিধিরা, ছিলেন না মুম্বাইয়ের কেউই।

ঢাকাঃ অবশেষে শেষ হচ্ছে সমর্থকদের দীর্ঘ অপেক্ষা। আজই পর্দা উঠছে আইপিএলের ১৬তম আসরের। নিলাম, প্রস্তুতি, খেলোয়াড়দের ইনজুরি, নতুন করে যোগ হওয়া কিংবা নতুন অধিনায়ক- গতবারের চেয়ে নানা পরিবর্তন নিয়ে এবার শুরু হচ্ছে আইপিএলের জমজমাট আসর।

শুধু এসব পরিবর্তনই নয়, এবারের আইপিএলে সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘ইম্প্যাক্ট প্লেয়ারে’র বিষয়টি। টসের পর দল ঘোষণা- ক্রিকেট বিশ্বে নতুন চালু হতে যাওয়া এসব ধারণা খেলার চেহারা কেমন বদলে দেয় সেটাই দেখার অপেক্ষায় সবাই।

এবারের আসরে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই খেলবে গত বারের ট্রফি জয়ীদের বিরুদ্ধে। একদিকে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি, অন্য দিকে অধিনায়কত্বের আঙিনায় ফিনিক্সের মতো উঠে আসা হার্দিক পান্ডিয়া। এক দিকে গুরু। অন্য দিকে শিষ্য।

এবারের আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। ২০১৯ সালের পর এবারই প্রথম আইপিএলে হতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা। গতবারের মতো এবারও দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

১০টি দল হলেও এবারের আইপিএল খেলা হবে মোট ১২টি মাঠে। অর্থাৎ প্রতি দলের হোম ভেন্যু ছাড়াও থাকছে দুটি মাঠ। এই ১২টি মাঠ হলো- আহমেদাবাদ, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি ও ধর্মশালা।

ধোনির অধিনায়কত্বেই ভারতীয় দলে অভিষেক হয়েছিল হার্দিক পান্ডিয়ার। পরে একাধিকবার হার্দিক জানিয়েছেন, তিনি ধোনির থেকে শেখেন। এমনকি গতবার তার নেতৃত্বে যখন গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল, তখনও ধোনির কথা আলাদাভাবে বলেছিলেন তিনি। মাঠে ধোনির মতোই শান্ত থাকেন হার্দিক। সুতরাং, গুরু-শিষ্যের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে আজ (শুক্রবার) রাতে।

এদিকে বাংলাদেশের দর্শকরা সাকিব-লিটন-মুস্তাফিজকে দেখতে মুখিয়ে আছেন। ঘরের মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে ক্রিকেট সিরিজ চলায় এখনো এনওসি পাননি তারা। সম্ভবত শুরুর ম্যাচ থেকে খেলতেও পারবেন না। তাই সাকিব-লিটনদের আইপিএলে দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে