Dr. Neem on Daraz
Victory Day

সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০১:১২ পিএম
সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

ঢাকাঃ প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। পুরো দেশকে উৎসবের উপলক্ষ এনে দিয়ে প্রশংসায় ভাসছে সাবিনারা। অবশ্য তাদের জন্য নানা পুরস্কারেরও ঘোষণা আসছে। মেয়েদের অসাধারণ এই কীর্তির জন্য এবার অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার সাফ ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে পুরস্কারের ঘোষণা দিয়ে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে এই সাফ জয় সমগ্র দেশের ক্রীড়া সংশ্লিষ্ট নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া দলকে নিজ নিজ ক্ষেত্রে আন্তর্জাতিক গৌরব অর্জনে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে।’

উল্লেখ্য, দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে চ্যাম্পিয়ন দল। পরে বিমানবন্দর থেকে বের হয়ে ছাদখোলা বাসে শহর ঘুরে বাফুফে ভবনে যাবেন তারা।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে