Dr. Neem on Daraz
Victory Day

রাশিয়ার জাতীয় দল ও সব ক্লাবকে নিষিদ্ধ করল ফিফা-উয়েফা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৯:২১ এএম
রাশিয়ার জাতীয় দল ও সব ক্লাবকে নিষিদ্ধ করল ফিফা-উয়েফা

ঢাকাঃ ইউক্রেনে হামলার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেলো দেশটির। সোমবার রাতে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয় ফুটবল বিশ্বের প্রভাবশালী সংগঠন দুটি।

এমনকি রাশিয়ার কোনও ক্লাবও ফিফা বা উয়েফার কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না। এছাড়া রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আকর্ষণীয় স্পন্সর চুক্তিও বাতিল করেছে উয়েফা।

এই নিষেধাজ্ঞার ফলে চলতি মাসে পোল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের প্লে অফ ম্যাচ খেলতে পারবে না রাশিয়া। 

ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি রাশিয়ার জাতীয় দল কিংবা ক্লাব পর্যায়ের যে কোনও টিম ফিফা ও উয়েফার কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইউক্রেনের সঙ্গে আছে সমগ্র ফুটবল বিশ্ব।

 

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে