Dr. Neem on Daraz
Victory Day

আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি অস্ট্রেলিয়া


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০১:২০ পিএম
আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ দুবাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত আটটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আসরে পাঁচ ম্যাচের চারটিতে ফিফটির দেখা পাওয়া বাবর আজম পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিচ্ছেন। অন্যদিকে দলকে নেতৃত্ব দিয়ে সেমিতে তুললেও ব্যাটিংয়ের ঝলক দেখাতে পারছেন না অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ফাইনালে পৌঁছাতে দুই অধিনায়ককেই রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বলা যায় মর্যাদার লড়াইয়ের দিনে যার ব্যাট হাসবে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তাদের বেশি। এ পর্যন্ত বিশ্বকাপে ছয়বারের দেখায় দুই দল তিনবার করে জয় পেয়েছে। সব মিলিয়ে ২৩ ম্যাচে পাকিস্তান ১৩ বার ও অস্ট্রেলিয়া ৯ বার জয় পেয়েছে এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

চলতি বিশ্বকাপে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল ভারতের বিপক্ষে জয় তুলে নেয়া। বাবর আজমের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপে তারা বিরাট কোহলিদের বিপক্ষে জয় পায়। এরপর একে একে সুপার টুয়েলভের সবকটি ম্যাচ জিতে এখন তারা সেমিতে। আর পাক অধিনায়ক শুধু নেতৃত্ব দিয়েই দলকে সাফল্য এনে দেননি, ব্যাট হাতেও দারুণভাবে জ্বলে উঠেছেন। পাঁচ ম্যাচের চারটিতেই আছে তার অর্ধশতক রানের ইনিংস। চলতি আসরে ৫ ম্যাচে ৬৬ গড়ে ২৬৪ রান সংগ্রহ করে সর্বোচ্চ রানের মালিক এখন পর্যন্ত বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিতে মাঠে নামার আগ পর্যন্ত ২৪০ রান সংগ্রহ করে তালিকার দুইয়ে ছিলেন ইংলিশ ওপেনার জশ বাটলার। তৃতীয় স্থানে থাকা ২৩১ রানের মালিক চারিথ আসালাঙ্কার দল ইতোমধ্য আসর থেকে বিদায় নিয়েছে।

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর আজম। আরেক ওপেনার রিজওয়ানের সঙ্গে জুটি গড়ে তুলে নেন ১০ উইকেটের বড় জয়। ওই ইনিংসে ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি পাক অধিনায়ক। ম্যাচটিতে ১১ বলে ৯ রান করে কিউই বোলার টিম সাউদির শিকার করে মাঠ ছাড়েন তিনি। ওই ইনিংসে একটি বাউন্ডারি হাঁকান তিনি। পরের ম্যাচে আবার জ্বলে ওঠেন বাবর। ৪৭ বল খেলে আফগানিস্তানের বিপক্ষে তুলে নেন চলতি বিশ্বকাপের দ্বিতীয় অর্ধশতক। এই ইনিংসে চারটি চারের মার মারেন তিনি। চতুর্থ ম্যাচে ফের অর্ধশতক তুলে নেন পাক অধিনায়ক। নামিবিয়ার বিপক্ষে ৪৯ বলে ৭০ রানের ইনিংস খেলে ডেভিড ভিসার শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। ইনিংসে তার সাতটি চারের মার ছিল। সুপার টুয়েলভের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপে টানা তৃতীয় ও আসরে চতুর্থ ফিফটি তুলে নেন বাবর আজম। ম্যাচটিতে ৪৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে পাঁচটি চারের সঙ্গে তিনটি ছক্কার মার ছিল তার। বাবর যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন তাতে পাক অধিনায়ককে যদি আটকানো না যায় তাহলে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হবে অজিদের।

অন্যদিকে বাবরদের সঙ্গে সমান তালে লড়াই চালিয়ে যেতে হলে জ্বলে উঠতে হবে অজি অধিনায়ক ও ওপেনার ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে। সুপার টুয়েলভের ম্যাচে অবশ্য নিজের জাত চেনাতে পারেননি ফিঞ্চ। ৫ ম্যাচে ২৬ গড়ে তার রান সংখ্যা ১৩০। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৫ উইকেটের জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু ম্যাচটিতে রানের খাতা খুলতে পারেননি অজি অধিনায়ক। ৫ বল খেলে রানের দেখা পাওয়ার আগে তাকে সাজঘরের পথ দেখান প্রোটিয়া বোলার এনরিখ নরকিয়া। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য মারমুখো ছিলেন অ্যারন ফিঞ্চ। হাসারাঙ্গার শিকার হয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে ২৩ বলে আসে ৩৭ রান। তার ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কার মার ছিল। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ধীর গতিতে ব্যাট চালান তিনি। ক্রিস জর্ডানের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে ৪৯ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৪টি চারের মার মারেন ফিঞ্চ। তবে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে তার ব্যাটিং ছিল ঝড়ের গতিতে। তাণ্ডব চালিয়ে তিনি ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেন। তাসকিন আহমেদের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে ২টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। বাঁচা-মরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাত খুলতে পারেননি তিনি। ক্যারিবীয় স্পিনার অকিল হোসের শিকার হয়ে ৯ রানে থামে তার ইনিংস। ১১ বলের ইনিংসটিতে তিনি ১টি বাউন্ডারির দেখা পান। তবে ফিঞ্চ জ¦লে উঠলে বিপদ আছে পাকিস্তানের। তার বিধ্বংসী ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ যেতে পারে অজিদের পক্ষে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বাবর আজমদের।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে