Dr. Neem on Daraz
Victory Day

ইংল্যান্ডের বিরুদ্ধে যে পরিকল্পনা বাংলাদেশের


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১০:৩১ পিএম
ইংল্যান্ডের বিরুদ্ধে যে পরিকল্পনা বাংলাদেশের

ফাইল ছবি

ঢাকাঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ড চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুড়িয়ে দিয়ে ৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে আছে। 

অন্যদিকে গ্রুপপর্বের বাধা ডিঙ্গিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও হেরে যায় বাংলাদেশ। 

বুধবার ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের বোলিং কোচ ওটিস গিবসন বলেন, ইংল্যান্ডের ব্যাটিং লাইন খুব শক্তিশালী। চ্যালেঞ্জ নিতে বা জিততে আমাদের সেরা গেম খেলতে হবে। ম্যাচে আমাদের নিখুঁত হতে হবে। উইন্ডিজের সঙ্গে ৫৫ রান তাড়া করতে ওরা চার উইকেট হারিয়েছে। এটাকে আমরা ইতিবাচকভাবে নিতে পারি। নিজেদের সেরাটা খেলতে হবে। 

বাংলাদেশ দলের ক্যারিবীয় এই কোচ আরও বলেন, অবশ্যই আমরা যেকোনো দলকে হারাতে পারি। বাছাইপর্বটা কঠিন ছিল। কিন্তু পরিস্থিতি আলাদা ছিল। আমরা এখন বড় দলের মধ্যে এসেছি। সবাই প্রায় এক রকম। আমরা এখানে ম্যাচ সংখ্যা বাড়াতে নয়, জিততে এসেছি। আমাদের পরিকল্পনার মধ্যে থাকতে হবে; শান্ত থাকতে হবে। যখন সুযোগ পাব ওগুলো কাজে লাগাতে হবে।

গিবসন বলেন, মোস্তাফিজ আমাদের দলের মূল বোলার। সে যেকোনো কন্ডিশনে ভালো। আইপিএলে তাকে যেমন দেখেছি, তার চেয়ে বাংলাদেশের হয়ে তার কাটারগুলো বেশি কার্যকর। তার আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবে সে। ইনিংসের শেষ দিকে সে আমাদের প্রধান বোলিং অস্ত্র।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে