Dr. Neem on Daraz
Victory Day

ফিফার র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ


আগামী নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৪:০৮ পিএম
ফিফার র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা) প্রকাশিত তালিকায় বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম।

২০১৮ সাল থেকে এ অবস্থান ধরে রেখেছে দেশটি। বিশ্বের ২১০টি দেশের পুরুষ ফুটবল দল স্থান পেয়ছে এ র‌্যাংকিংয়ে।   

তালিকার দ্বিতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ল্যাটিন ফুটবলের আরেক দেশ আর্জেন্টিনা রয়েছে ষষ্ঠ স্থানে। 

ফ্রান্সকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল (পুরুষ) ১৮৮ থেকে এক ধাপ পিছিয়ে ১৮৯ এ নেমে এসেছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ রয়েছে ১৫৮, নেপাল ১৬৮, ভুটান ১৮৭, পাকিস্তান ১৯৮ এবং শ্রীলঙ্কা রয়েছে ২০৫ তম স্থানে। 

র‌্যাংকিংয়ে শীর্ষ দশে রয়েছে যথাক্রমে, বেলজিয়াম, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, মেক্সিকো ও ডেনমার্ক। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে