Dr. Neem on Daraz
Victory Day

ঢাকায় পৌছেছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ১২:৩৭ পিএম
ঢাকায় পৌছেছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল

ঢাকাঃ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌছেছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম আগেই এসেছেন ঢাকায়।

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৬ জনের দলের বাকিরা মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছেন।

প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

১৬ সদস্যের নিউ জিল্যান্ড দল:
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনচি, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে