Dr. Neem on Daraz
Victory Day

৩ লঙ্কান ক্রিকেটার এক বছরের নিষেধাজ্ঞায়


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০১:৫৯ পিএম
৩ লঙ্কান ক্রিকেটার এক বছরের নিষেধাজ্ঞায়

ঢাকাঃ আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলাকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলটির ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গার দায়ে এই শাস্তি পেলেন তারা।

পাশাপাশি তাদের এক কোটি রুপি করে জরিমানাও করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে তিন ক্রিকেটারের শাস্তির কথা জানায় এসএলসি। এছাড়া মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলাকে ঘরোয়া ক্রিকেটেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে কুসল মেন্ডিস এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাও রয়েছে। আগামী দুই বছরের মধ্যে নিয়ম ভাঙলে এই শাস্তিও বাস্তবায়ন করবে বোর্ড। শাস্তি কাটানোর সময়টায় বোর্ডের প্রস্তাবিত চিকিৎসকদের কাছে নিয়মিত কাউন্সিলিং করাতে হবে তিন ক্রিকেটারকে।

এর আগে গত জুনে ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গেন মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা। তাৎক্ষণিকভাবে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। ঘটনার তদন্তে এরপর সুপ্রিম কোর্টের সাবেক বিচারককে প্রধান করে গঠন করা হয় পাঁচ সদদ্যের তদন্ত কমিটি। তারা সুপারিশ করেছিলেন মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার, ডিকভেলাকে ১৮ মাস।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে