Dr. Neem on Daraz
Victory Day

সাকিব আউট; চাপে বাংলাদেশ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:৫৬ পিএম
সাকিব আউট; চাপে বাংলাদেশ

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়েছে।

প্রথমে ব্যাট করতে  নেমে শুরুতেই তামিম ইকবালকে হারাল বাংলাদেশ।

তৃতীয় ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পেসার মুজারাবানির লাফিয়ে উঠা বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন তামিম।   বিদায়ের আগে ৭ বল খেললেও কোনও রান করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। এমনকি, প্রথম দুই ওভারে বাংলাদেশ কোনো রান তুলতে পারেনি।  

তৃতীয় ওভারের প্রথম বলে তামিমের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তামিম সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। চার মেরে রানের খাতা খুললেও সাকিবের ব্যাটিংয়ে ছন্দ ছিলো না। ফর্মে না থাকায় দ্রুত রান তুলতে চাচ্ছিলেন।

তাতেই বিপদ ডেকে আনলেন। নবম ওভারে মুজারাবানিকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন তিনি। ১৯ রানে সাজঘরে ফিরে যান সাকিব। বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।  

শেষ ১৬ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে