Dr. Neem on Daraz
Victory Day

আইপিএলে রেকর্ডের অপেক্ষায় কোহলি


আগামী নিউজ | ক্রিড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০১:২১ পিএম
আইপিএলে রেকর্ডের অপেক্ষায় কোহলি

রিরাট কোহলি

ক্রিড়া ডেস্কঃ আইপিএলের গত ১৩ আসরে দল চ্যাম্পিয়ন না হলেও একক কৃতিত্ব গড়েছেন যারা তাদের মধ্যে বিরাট কোহলি অন্যতম।

আসন্ন আসরে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছেন ওপেনিংয়ে ব্যাটিং করবেন বলে। তবে ব্যাট হাতে এবার হয়তো অনেক কিছুই করবেন এই ব্যাটসম্যান।

২০১৬ সালে ১৬ ম্যাচে করেন ৯৭৩ রান। এরমধ্যে ছিল চারটি শতরানের ইনিংস। এখন পর্যন্ত আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট।

বিরাট কোহলি এই আসরে ৪টি অর্ধশতকের ইনিংস খেললে আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে ৫০টি অর্ধশতক পূর্ণ করবেন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে