Dr. Neem on Daraz
Victory Day

টাইগারদের অনুশীলন স্থগিত


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০, ১২:৪৪ পিএম
টাইগারদের অনুশীলন স্থগিত

ছবি সংগৃহীত

ঢাকাঃ শ্রীলঙ্কা সফর উপলক্ষে ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। সেই সফর এখন ভেস্তে যাওয়ার পথে। অনিশ্চয়তার মাঝে আজ অনুশীলন তিন দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমে জানা গেল, ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়েই থাকবেন। তবে খেলোয়াড়েরা চলে যাচ্ছেন যার যার বাসায়।আগামী (৩০ সেপ্টেম্বর) আবার তারা সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।

করোনার কারণে এই জৈব সুরক্ষা বলয়ে থাকতে বাধ্য হচ্ছেন ক্রিকেটাররা। সঙ্গী বিহীন বন্দি জীবন আর কতই ভালো লাগে? মুশফিকরা তাই হাঁপিয়ে উঠেছিলেন। এদিকে এখনও বিসিবিকে  নতুন স্বাস্থ্য নির্দেশিকা পাঠায়নি ক্রিকেট শ্রীলঙ্কা। সব মিলিয়ে ৩ দিনের ছুটি ঘোষণা করেছে বিসিবি।আগামী ( ৭-১০ অক্টোবর) মধ্যে শ্রীলঙ্কায় যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। বিসিবির আশা, আগামী তিন দিনের মাঝেই শ্রীলঙ্কান বোর্ড নিশ্চিত কোনো তথ্য দেবে।

সফর নিশ্চিত হয়ে গেছে আগামী (২৯ সেপ্টেম্বর) সবার করোনা পরীক্ষা করা হবে। পরদিন নেগেটিভ হওয়া ক্রিকেটাররা আবারও বায়ো সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। 

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যর কথা চিন্তা করে তিন দিনের ছুটি দেওয়া হচ্ছে। ওদের আমরা কিছু নির্দেশনা দিয়ে দিয়েছি। ফের বলয় তৈরি করতে হলে আবার করোনা পরীক্ষা করিয়ে ক্রিকেটারদের হোটেলে তোলা হবে।'

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে