Dr. Neem on Daraz
Victory Day

বাবা হওয়ার সুখবর দিলেন গতিরাজ বোল্ট


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ০১:২১ পিএম
বাবা হওয়ার সুখবর দিলেন গতিরাজ বোল্ট

ছবি সংগৃহীত

ঢাকা : বিশ্বের সব থেকে দ্রুতগতি সম্পন্ন মানুষ উসাইন বোল্ট অবসর নিয়েছেন আগেই। তবে মাঝে মাঝে ফুটবল নিয়ে খবরে আসেন পাঁচবারের বিশ্বরেকর্ডধারী এই জ্যামাইকান কিংবদন্তি। আবারো আসলেন খবরের শিরোনামে। তবে খেলা নিয়ে নয়, বাবা হওয়ার খবর নিয়ে। সুখবরটি নিজেই দিলেন গতিদানব খ্যাত বোল্ট।  

গেল সোমবার জ্যামাইকার কিংস্টনে পিটার রকে এক পার্টিতে উসাইন বোল্ট জানান মেয়ের বাবা হওয়ার খবরটি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে ৩৩ বছর বয়সী বোল্ট লিখেছেন, ‘অবশেষে সবাইকে জানাচ্ছি, আমি কন্যা সন্তানের বাবা।’

এরপর তার বান্ধবী বেনেটও ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লিখেন, ‘আমাদের সোনার শিশু খুব তারাতারি আসছে।’

উল্লেখ্য, বেনেটের সঙ্গে বোল্টের সম্পর্ক ছয় বছরের। তবে এই সম্পর্কের কথা অনেকদিন গোপনই ছিল। ২০১৭ সালে স্প্রিন্টের জগত থেকে অবসর ঘোষণার পর তাদের প্রেম জনসম্মুখে আসে।

আগামীনিউজ/জাফিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে