Dr. Neem on Daraz
Victory Day

সবার সমর্থন চাইলেন নতুন অধিনায়ক


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ১২:৩৫ এএম
সবার সমর্থন চাইলেন নতুন অধিনায়ক

ছবি: সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে বেছে নিয়েছে বোর্ড। রবিবার (৮ মার্চ) বোর্ড সভার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও তামিম বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। সেগুলো ছিল খন্ডকালীন। এবার ওয়ানডেতে পূর্ণাঙ্গ দায়িত্বই পেয়েছেন তামিম। সফল হবেন কি না সেটা পরের ব্যাপার। আপাতত বাঁহাতি এই ওপেনার বোর্ড, সংবাদমাধ্যম এবং ভক্ত-সমর্থক সবার কাছে সমর্থন চেয়েছেন।

নেতৃত্ব পাওয়ার পর তামিম বলেছেন,‘ এটি আমার জন্য অনেক বড় সম্মান। এই দায়িত্বের জন্য আমার ওপর আস্থা রাখায় বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি, মাশরাফি বিন মুর্তজার শূন্যতা পূরণ করা অনেক কঠিন ব্যাপার। বাংলাদেশ ক্রিকেটে তিনি সত্যিকারের গ্রেট এবং আমার ও আমাদের সবার জন্যই অনুপ্রেরণার প্রতীক।’

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ধীরগতির ব্যাট করে সবার চক্ষুশূল হয়েছিলেন তামিম। সেই তিনিই পরের দুটি ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মেরে দিলেন। যা তাঁকে অধিনায়ক হওয়াটাকে আরো ত্বরান্বিত করেছে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তামিম।

তবে নেতৃত্বের পরিভ্রমণটা যে সহজ হবে না সেটা জানেন তিনি। সে কারণেই তামিম বলছেন,‘ যে ভ্রমণ আমার শুরু হচ্ছে, তাতে ওঠা-নামা থাকবেই। আমরা সবাই চাই বাংলাদেশ দল সফল হোক। দল জিতলে গোটা জাতির জন্যই তা হয়ে ওঠে উৎসবের উপলক্ষ্য। আশা করি বোর্ড, সমর্থকেরা ও মিডিয়া আমাকে ভালো সময়ে যেমন, তেমনি খারাপ সময়েও সমর্থন করে যাবে।’

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। নিজে পারফর্ম করতে পারেননি। উল্টো দল হোয়াইটওয়াশ হয়েছিল। তারও আগে ২০১৭ সালে মুশফিকুর রহিম চোটে পড়ায় নিউজিল্যান্ডে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডেতে নেতৃত্ব দিয়েই শুরু হবে বাঁহাতি ওপেনারের নতুন অধ্যায়।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে