Dr. Neem on Daraz
Victory Day

‘নির্ধারিত সময়ে বসছে টোকিও অলিম্পিক আসর’


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০৩:৫২ পিএম
‘নির্ধারিত সময়ে বসছে টোকিও অলিম্পিক আসর’

ছবি সংগৃহীত

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। চীনের উহান শহর থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনার দাপটে আসন্ন অলিম্পিক গেমস ঘিরে বিভ্রান্তি দেখা দিয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা-আইওসি জানিয়ে দিল নির্ধারিত সময়েই বসছে টোকিও অলিম্পিক-২০২০।  

গেল মঙ্গলবার আইওসির বোর্ড সভা শেষে আইওসি প্রেসিডেন্ট থমাস ব্যাচ বলেন, ‘জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেম-২০২০ সফলভাবে আয়োজন করার বিষয়ে আমরা বদ্ধপরিকর।’

এর আগে অলিম্পিকের জন্য জাপানের বিশেষ ভারপ্রাপ্ত মন্ত্রী সেইকো হাসিমোতো জানিয়েছিলেন করোনা ভাইরাসের কারণে আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক স্থগিত হতে পারে। তবে এই মুহূর্তে করোনা প্রভাবিত বিশ্বের প্রথমসারির দেশগুলির মধ্যে অন্যতম জাপানে অলিম্পিক আয়োজনের ব্যাপারে কোনও প্ল্যান ‘বি’ নেই আইওসি’র হাতে। তাই যথাসময়েই অনুষ্ঠিত হবে অলিম্পিক। 

উল্লেখ্য, করোনা আতঙ্কে ইতিমধ্যেই বিশ্বজুড়ে বাতিল হয়েছে একাধিক স্পোর্টস ইভেন্ট। সরকারি মতে জাপানে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হাজারেরও বেশি। প্রাণ হারিয়েছেন ১২ জন। এমন সময় করোনা ভীতি এড়িয়ে নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজন করার বিষয়টি নিশ্চিত করে আইওসি প্রেসিডেন্ট অ্যাথলেটদের উদ্বুদ্ধ করেছেন।

লুসানে থেকে অ্যাথলেটদের প্রতি বার্তা দিয়ে ব্যাচ জানিয়েছেন, ‘সমস্ত আথলেট ও ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রতি সবসময় আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে