Dr. Neem on Daraz
Victory Day

টস জিতলো কুমিল্লা, ব্যাটিংয়ে মাশরাফীর ঢাকা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৬:৪৪ পিএম
টস জিতলো কুমিল্লা, ব্যাটিংয়ে মাশরাফীর ঢাকা

ছবি সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) ষষ্ঠ ম্যাচে মুখোমুখি মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন ঢাকা প্লটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন ঢাকা প্লটুন। অপরদিকে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে কুমিল্লা।  

প্রথম ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মাশরাফী বলেন, ‘এই পরাজেয়র কোন অজুহাত নেই। তবে এই টুর্নামেন্টটি বেশ বড়, তাই ঘুরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। আমরা কিছু ভুল করেছি, যা সংশোধন করতে হবে। সেটি করার জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে আছে। আমরা পর্যাপ্ত রান সংগ্রহ করতে পারিনি, এবং অপ্রত্যাশিতভাবে কয়েকটি আউটের শিকার হয়েছি। আরো সতর্ক হবার প্রয়োজন ছিল।’

তবে এখনো পিঠের সমস্যা রয়েছে উল্লেখ করলেও সেটি নিয়ে বেশি ভাবতে চান না মাশরাফি। তিনি বলেন, ‘কিছু খেলোয়াড়ের এরকম সামান্য কিছু সমস্যা থাকবে এটিই স্বাভাবিক। এরকম ছোটখাট সমস্যা অতীতেও আমি পার করে এসেছি। আশা করি সব ঠিক হয়ে যাবে।’

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মালান, ভানুকা রাজাপাকসে, ইয়াসির আলি, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, সানজামুল ইসলাম, আবু হায়দার, মুজিব উর রহমান, আল আমিন হোসেন।

ঢাকা প্লটুন একাদশ : মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক),তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, লরি ইভানস, শহীদ আফ্রিদি, শুভাগতহোম চৌধুরী, মেহেদি হাসান,  থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদ।

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে