Dr. Neem on Daraz
Victory Day

পাকিস্তান-শ্রীলংকা টেস্টে দাপট দেখাচ্ছে বৈরি আবহাওয়া


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৫:৩৬ পিএম
পাকিস্তান-শ্রীলংকা টেস্টে দাপট দেখাচ্ছে বৈরি আবহাওয়া

ঢাকা : এক দশক পর আবারো ঘরের মাঠে বসে টেস্ট খেলা দেখার সুযোগ পেল পাকিস্তানিরা। নিজ দেশে টেস্ট প্রত্যাবর্তনের ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। কিন্তু পাক-লংকা টেস্টে রীতিমত দাপট দেখাচ্ছে বৈরি আবহাওয়া।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন আলো স্বল্পতার কারনে ৬৮ দশমিক ১ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন আলোক স্বল্পতা ও বৃষ্টির কারনে খেলা হয় ১১০ বল। আজ তৃতীয় দিনেও আলোক স্বল্পতা ও বৃষ্টির কারনে খেলা হলো মাত্র ৩২ বল। তৃতীয় দিন শেষে ৯১ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ২৮২ করেছে শ্রীলংকা।

প্রথম দিন শেষে শ্রীলংকার রান ছিলো ৫ উইকেটে ২০২। দ্বিতীয় দিন শেষে ছিলো ৬ উইকেটে ২৬৩ রান। গতকাল শেষে ধনঞ্জয়া ডি সিলভা ১১টি চারে ১৩১ বলে ৭২ ও পেরেরা ২ রানে অপরাজিত ছিলেন। আজ যতক্ষণ খেলা হয়েছে, তাতে ডি সিলভা ৮৭ ও পেরেরা ৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। পাকিস্তানের আফ্রিদি-নাসিম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ২৮২/৬, ৯১.৫ ওভার (ডি সিলভা ৮৭*, করুনারত্নে ৫৯, আফ্রিদি ২/৫৮)।

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে