Dr. Neem on Daraz
Victory Day

১১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদ ভাতা পাচ্ছেন


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ০২:০৭ পিএম
১১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদ ভাতা পাচ্ছেন

ফাইল ছবি

করোনাভাইরানের কারণে বন্ধ রয়েছে সকল প্রকার ক্রীড়া ইভেন্ট। খেলা বন্ধ থাকায় অর্থিক সঙ্কটের পড়েছেন ক্রীড়াবিদরা। এ অবস্থায় ২০১৯-২০ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে দেশের ১১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২ হাজার টাকা হারে বছরে ২৪ হাজার টাকা পাবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, স্বাধীনতার পরে অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে।

তিনি বলেন, আমরা করোনাভাইরাস মহামারি চলাকালে ৫০ জন অস্বচ্ছল খেলোয়াড়-ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা হারে মোট পাঁচ লাখ টাকা দিয়েছি। এছাড়াও এ অর্থবছরে ১১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দেব।

ইতোমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ১০০০ ক্রীড়াবিদকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ‘করোনায় ক্ষতিগ্রস্তদের অনুদান’ -এ খাতে সরকার ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। বরাদ্দ পাওয়ার পরই জাতীয় ক্রীড়া পরিষদ এ অর্থ প্রকৃত অসহায়দের মধ্যে কীভাবে বিতরণ করা হবে সে কার্যক্রমও শুরু করেছে।

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে