Dr. Neem on Daraz
Victory Day

মোহনবাগান-এটিকের বোর্ড অব ডিরেক্টর্সে থাকছেন সৌরভ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ০২:০৭ পিএম
মোহনবাগান-এটিকের বোর্ড অব ডিরেক্টর্সে থাকছেন সৌরভ

 ঢাকা : ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন মওসুমের আগেই বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাখা হল এটিকে-মোহনবাগানের অন্যতম ডিরেক্টর পদে।
শতাব্দীর প্রাচীন মোহনবাগান ক্লাবের ৮০ শতাংশ শেয়ারের মালিকানা যার হাতে আছে সেই সঞ্জীব গোয়েঙ্কাই হয়েছেন এই বোর্ডের চেয়ারম্যান।

আগামী ১০ জুলাই সঞ্জীব গোয়েঙ্কার সভাপতিত্বেই এক বৈঠকে বোর্ড অব ডিরেক্টর্স, ক্লাবের নাম, জার্সি এবং লোগো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ওই বৈঠকে সৌরভ গাঙ্গুলীর মূল্যবান পরামর্শের দিকে তাকিয়ে রয়েছে সকলে। 

সৌরভকে সমর্থন জানিয়ে রোববার দলের মালিকদের একজন উৎসব পারেখ সংবাদমাধ্যমকে জানান, দলের সহ-মালিকদের মধ্যে একজন এবং বোর্ড অফ ডিরেক্টর্সদের মধ্যে থাকার শতভাগ যোগ্যতা আছে সৌরভের। 

গত জুন মাসে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ে নাম নিবন্ধনের সময়, 'এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড' এ তাদের ৫ সদস্যের নাম ঘোষণা করেছিল। তারা হলেন, এটিকের সহ-মালিক উৎসব পারেখ, শ্রীঞ্জয় বোস এবং দেবাশীষ দত্ত, গৌতম রায় এবং সঞ্জীব মেহরা।

এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের আগে ৩ বার আইএসএল খেতাব জেতে এটিকে এবং মোহনবাগান ২ বার আই লিগ ট্রফি ঘরে তোলে। সূত্র : এনডিটিভি

আগামীনিউজ/এসপি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে