Dr. Neem on Daraz
Victory Day

যে কারণে স্ত্রীকে আলমারিতে লুকিয়ে রাখতেন সাকলাইন মুশতাক


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৪:৫৫ পিএম
যে কারণে স্ত্রীকে আলমারিতে লুকিয়ে রাখতেন সাকলাইন মুশতাক

ছবি সংগৃহীত

ঢাকা: ১৯৯৯ সালে বিশ্বকাপ চলাকালীন সময়ে নিজের স্ত্রীকে আলমারিতে লুকিয়ে রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক। দুই দশকের বেশি সময় আগে হওয়া সেই বিশ্বকাপ নিয়ে এমন এক মজার গল্পের কথা জানালেন সাকলাইন নিজেই।

সম্প্রতি বিয়ন্ড দ্য ফিল্ডের লাইভ শোতে এমন অদ্ভুত কাণ্ডের কথা জানালেন সাকলাইন।

দুই দশকের আগের সেই ঘটনা দিয়ে সাকলাইন জানান, সেবার বিশ্বকাপের শুরুতে পাকিস্তানের ক্রিকেটারদের পরিবারের সদস্য তথা স্ত্রী-সন্তানদের একসঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই টুর্নামেন্টের মাঝপথে পরিবারের লোকজনদের দেশে পাঠানোর নির্দেশ দেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

সাকলাইন বলেন, ‘১৯৯৮ সালের ডিসেম্বর মাসে আমি বিয়ে করেছিলাম। ১৯৯৯ সালে বিশ্বকাপ আয়োজিত হয়। ওই বছরই আমি স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করি। কারণ আমার স্ত্রী তখন লন্ডনে থাকত। দিনের বেলা হাড়ভাঙা অনুশীলন করতাম। আর সন্ধ্যার সময় স্ত্রীর সঙ্গে সময় কাটাতাম। এটাই অভ্যাস হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করে টিম ম্যানেজমেন্ট বলল স্ত্রীদের সঙ্গে রাখা যাবে না। আমি কোচ রিচার্ড পাইবাসকে বললাম, সব তো ঠিকই আছে। তাহলে এমন সিদ্ধান্তের কারণ কী! আসলে আমি বিনা কারণে কোনো কিছুর পরিবর্তনে বিশ্বাস করি না। তাই ঠিক করেছিলাম দলের ওই সিদ্ধান্ত মানব না।’

তিনি বলেন, ‘টিমের ম্যানেজার, কোচ ও অন্যান্য অফিশিয়ালদের স্ত্রীকে দেখে ফেলার ভয় ছিল। তাছাড়া ক্রিকেটাররাও আড্ডা দিতে আসত রুমে। আমার রুমের দরজায় টোকা পড়লেই স্ত্রীকে আলমারিতে লুকিয়ে ফেলতাম।’

‘এভাবে অনেক দিন আমার স্ত্রী আলমারিতে লুকিয়ে থেকেছে। একদিন আজহার মাহমুদ, ইউসুফ ইউহানা রুমে এল। ওরা সন্দেহ করছিল যে আমার স্ত্রীর রুমে আছে। তারপর ওরা ভরসা দিতে স্ত্রীকে আলমারির বাইরে বেরিয়ে আসতে বললাম। ফাইনাল ম্যাচে হারের পর স্ত্রীকে লন্ডনের অ্যাপার্টমেন্টে চলে যেতে বলেছিলাম। কারণ তখন দলের সবার মনের অবস্থা ভালো ছিল না।’

উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের রানার্সআপ হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল অফস্পিনার সাকলাইন মুশতাকের। যুগ্মভাবে আসরের তৃতীয় সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেছিলেন তিনি। 

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে