Dr. Neem on Daraz
Victory Day

ফিফায় ১০ বছরের জন্য নিষিদ্ধ মার্কাস ক্যাটনার


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২০, ১১:৫১ এএম
ফিফায়  ১০ বছরের জন্য  নিষিদ্ধ মার্কাস ক্যাটনার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং মহাসচিব জেরোম ভালকের পর এবার স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়ায় ফিফার সাবেক অর্থ পরিচালক ও ভারপ্রাপ্ত মহাসচিব মার্কাস ক্যাটনারকেও (৪৯) নিষিদ্ধ করা হয়েছে। ফিফা তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা)। মঙ্গলবার (৩০ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ফিফা।

এর আগে একই অপরাধে ২০১৬ সালে সেপ ব্ল্যাটারকে ৬ বছরের জন্য এবং জেরোম ভালকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।

ক্যাটনার ২০০৩ সালে প্রথমবারের মতো ফিফায় যোগদান করেন। দায়িত্বে থাকা অবস্থায় বিপুল পরিমাণ অর্থের অনিয়ম ঘটায় ২০১৬ সালে তাকে অর্থ পরিচালকের পদ থেকে বরখাস্ত করা হয়। সেই থেকে তার বিরুদ্ধে দীর্ঘ প্রায় চার বছরের তদন্ত শেষে এই শাস্তির ঘোষণা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আগামীনিউজ/এমজামান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে