Dr. Neem on Daraz
Victory Day

প্রিমিয়ার লিগ মাতাতে মেসির সতীর্থ ঢাকায়


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০, ০৩:১০ পিএম
প্রিমিয়ার লিগ মাতাতে মেসির সতীর্থ ঢাকায়

ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা : আবির্ভাবেই ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের পেশাদার ফুটবলের ইতিহাসে কোনো ক্লাবই যা করতে পারেনি নবাগত এই ক্লাবটি তাই করে দেখিয়েছে। অভিষেকেই পরপর দুই আসরের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে বসুন্ধরা। এই মৌসুমেও লিগ শিরোপা ধরে রাখতে চায় তারা। সেই লক্ষ্যে লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসকে উড়িয়ে আনল ক্লাবটি।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দেখা যাবে হার্নান বার্কোসকে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পা পা রাখেন ৩৫ বছর বয়সী আর্জেন্টনাইন ফরোয়ার্ড। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এ খবর  নিশ্চিত করেছেন।  

ইমরুল হাসান জানান, ‘বার্কোস ‌আজ সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বার্কোস। এখন সে হোটেলে বিশ্রামে নিচ্ছে। আশা করছি বিকেলে ক্লাবের অনুশীলনে যোগ দেবেন এই আর্জেন্টাইন।’

বাংলাদেশের প্রথমবার এসে বার্কোস বলেছেন, ‘প্রথমবারের মতো এই অঞ্চলের ফুটবল খেলতে আসলাম। ইন্টারনেট ঘেঁটে বাংলাদেশ সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি। বসুন্ধরা কিংস সম্পর্কে অনেক তথ্য নিশ্চিত হয়েই এখানে খেলার জন্য রাজি হয়েছি। আমাদের দলে তো শেষ বিশ্বকাপ খেলা কলিন্দ্রেসও আছেন। আশা করি খুব ভালো একটা দল হতে পারব আমরা।’

পেশাদার লিগ চ্যাম্পিয়ন হিসাবে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। সেখানে ভাল ফলাফলের জন্য মানসম্পন্ন স্ট্রাইকার খুঁজছিল বসুন্ধরা কিংস। তারই পরিপ্রেক্ষিতে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসকে দলে ভেড়ায় ক্লাবটি।

উল্লেখ্য, ২০১৩ সালে আর্জেন্টিনার হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন হার্নান বার্কোস। এ ছাড়াও ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাস, গ্রেমিও, ক্রুজেইরোর হয়ে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ইকুয়েডর প্রিমিয়ার লিগের ক্লাব এলডিইউ কুইটোর ও কলম্বিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের হয়েও খেলেছেন মেসির সাবেক এই সতীর্থ।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে